A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_session799992376d46ca2b918c12d23ee892118df79ca9): failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/presstime24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/presstime24/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/presstime24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/presstime24/public_html/index.php
Line: 316
Function: require_once

করোনা শনাক্তে চীনা কিটের ভুল ফলাফল! বাংলাদেশে কতটা সফল? 

করোনাভাইরাস

করোনা শনাক্তে চীনা কিটের ভুল ফলাফল! বাংলাদেশে কতটা সফল? 

করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে কয়েক দফা করোনা পিরক্ষার কিট প্রদান করেছে চীন। সর্বশেষ ২৬ মার্চ বৃহস্পতিবার বিকলে ১০ হাজার টেস্ট কিট পাঠায় চীন। এখন পর্যন্ত আইইডিসিআর-এ করোনা রোগী শনাক্তকরণে চীনের টেস্ট কিট বব্যহার করা হচ্ছে। বাংলাদেশে করোনা শনাক্তে যখন চীনের কিটই ভরসা ঠিক তখনই ভিবিন্ন দেশে প্রশ্ন উঠেছে এই কিট নিয়ে। 

ইতমধ্যে, চীন নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য যে কিট বিভিন্ন দেশে রপ্তানী করছে তা ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। করোনার হানায় বিপর্যস্ত স্পেন, তুরস্কসহ চেক প্রজাতান্ত্র দাবি করেছে এ কিট সঠিকভাবে করোনার রোগী শনাক্ত করতে পারছেনা। এখবর দিয়েছে মিডলিস্ট আইসহ বিশ্বের খ্যাতনামা বিভিন্ন সংবাদপত্র।

স্প্যানিশ প্রত্রিকা ইএল পেইস এর  দাবি চীনা প্রতিষ্ঠান যে কিট সরবরাহ করেছে তার মাত্র ৩০ শতাংশ ভাইরাস শনাক্ত করতে পারছে। বাকিগুলো ভুল ফলাফল প্রদান করছে। এ নিয়ে ইতমধ্যে স্পেনের অনুজীব বিজ্ঞান বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

স্পেনের ‘সেন্টার ফর হেলথ’ এর পরিচালক ফার্নান্দো সিমোন বলেন, ‘নয় হাজার টেস্টিং কিট ব্যবহার করা হয়েছে। অধিকাংশই ত্রুটিপূর্ণ ফল দেখানোয় অবশিষ্ট কিটগুলো আমরা চীনে ফেরত পাঠাচ্ছি।’

চীন থেকে সরবরাহ করা দ্রুত শনাক্তকরণ কিট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে স্প্যানিশ সোসাইটি অব ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ক্লিনিকাল মাইক্রোবায়োলজি।

এদিকে, ভুল ফলাফল পাওয়ায় তুরস্ক সরকার চায়নার একটি প্রতিষ্ঠানের টেস্ট কিট বাজেয়াপ্ত ঘোষণা করেছে এবং নতুন করে আরেকটি চাইনিজ প্রতিষ্ঠানের নিকট করোনার টেস্ট কিড অর্ডার করেছে।

চেক প্রজাতন্ত্রও দাবি করেছে চায়নার তৈরী ৮০ শতাংশ কিট নিম্ন মানের। এরফলে সারা বিশ্বজুড়েই চাইনিজ কিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশই বর্তমানে চাইনিজ কিট আমদানি করে বিপাকে পড়েছে। 

সাইট এক্সপ্যাটস জানায়, চীন থেকে আনা কিট দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পরীক্ষা করা গেলেও অন্য কিটের তুলনায় এগুলোর কার্যকারিতা কম, অধিকাংশ সময়ই ত্রুটিপূর্ণ।

৫ লাখ ৪৬ হাজার ডলার মূল্যে চীনের কাছ থেকে এক লাখ কিট কিনেছিল চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসব  অভিযোগের বিষয়ে চায়নার সদুত্তর না পাওয়া গেলেও চাইনিজ কর্মকর্তারা বলছেন স্পেন যে কোম্পানির কাছ থেকে কিট আমদানি করছে চায়না সরকার সেই প্রতিষ্ঠানকে কিট রপ্তানীর অনুমতি দেয়নি।

গত ৪৮ ঘন্টায় বাংলাদেশে কোন করোনা রুগী শনাক্ত না হওয়ায় সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছে চীন থেকে আনা এই টেস্টিং কিট নিয়ে। সরকারের প্রতি সাধারণ মানুষের দাবী বড় কোন বিপর্যয় সৃষ্টির পূর্বে চীন থেকে আনা এই কিটের সঠিক পরিক্ষা করে তা ব্যবহার করা অন্যথায় ভুল ফলাফলের কারনেে আরো ছড়িয়ে যেতে পারে মহামারি এই করোনা। 

প্রেসটাইম/মেহদী হাসান/ইএফ

পাঠকের মন্তব্য