
সরকার বিএনপিসহ বিরোধীদের উপর হামলা নির্যাতন করছেঃ ফখরুল
সরকার বিএনপিসহ বিরোধীদের উপর হামলা নির্যাতন করছে, বিরোধী দলের কর্মসূচিতে তারা পালটা কর্মসূচি দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার(১৮জানুয়ারি) বেলা ১২টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, বিরোধী দলকে উস্কানি দেয়ার জন্য তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। কিন্তু আমারা তাদের পাতা ফাঁদে পা না দিয়ে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। আমাদের কর্মসূচির সময় বিভিন্ন পরিবহন ধর্মঘট, হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেতা সহ নানা রকম বাধা সৃষ্টির নীলনকশা করছে। বিএনপির সরকার বিরোধী আন্দোলন দেকে সরকার ভীতো হয়ে হত্যা,গুম সহ নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে বলতে চাই কর্মসূচির দিন তাদের পাল্টা কর্মসূচি না করার আহ্বান জানাই। অন্যথায় যেকোনো পরিস্থিতির দায় সরকার তথা আওয়ামী লীগকেই নিতে হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। গত ৪ বছরে এক হাজার ২০৯ টি মামলা দায়ের হওয়াতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিরাপরাধ ব্যক্তিদের উপর এই আইন প্রয়োগের ফলে গণতন্ত্র হরণ করা হচ্ছে। অবিলম্বে বন্দীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে বলে যে বক্তব্য দিয়েছে যা কেবলই মিথ্যাচার ছাড়া আর কিছুই না। মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়ে সরকার জনগনকে যে ভুল তথ্য দিচ্ছে তা রাতে মার্কিন দূতাবাসের বিবৃতিতে স্পষ্ট হয়ে গেছে।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উদ্দ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রেসটাইম২৪/রায়হান