
দৈনিক আমার সংবাদে নিয়োগ
বহুল প্রচলিত দৈনিক আমার সংবাদে অনলাইন সংস্করণে দেশ ও দেশের বাহিরে সংবাদ প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
পদের নামঃ বিভাগ, জেলা ও উপজেলা প্রতিনিধি
বিভাগ: ময়মনসিংহ, রাজশাহী, রংপুর
জেলা: নারায়ণগঞ্জ, বগুরা, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন।
উপজেলা: সেন্টমার্টিন , বেনাপোল, কুয়াকাটা, দর্শনা, সোনারগাঁও-মেঘনা, দাউদকান্দি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, মাওয়া ঘাট এলাকা, শিমুলিয়া ঘাট এলাকা, আরিচা ঘাট এলাকা, বন্দর থানা (কাচঁপুর-মদনপুর)।
ঢাকা: উত্তরা-টঙ্গী, যাত্রাবাড়ি-ডেমরা, মিরপুর-গাবতলি।
আবেদন যোগ্যতা:-
১। আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। (অভিজ্ঞদের জন্য শিথিল থাকবে)
২। বাংলা টাইপে দ্রুত গতি থাকতে হবে।
৩। স্মার্ট ফোন থাকতে হবে।
৪। সকল ধরনের খবরাখবরের ক্ষেত্রে ওয়াকিবহাল থাকা।
যেসব কাজ করতে হবে
১. ঘটনার সাথে সাথে নিউজ সংগ্রহ ও লেখা।
২. লাইভে যেতে হবে এবং ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দ্রুত পাঠাতে হবে।
পদের নামঃ প্রবাসী প্রতিনিধি
সৌদি আরব, আরব আমিরাত, কাতার, মালায়শীয়া, ইতালি, জার্মানি, আমেরিকা, ইউকে, কলকাতা, ওমান, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, ফ্রান্স, পর্তুগাল, তুরষ্ক, মিশর।
আবেদন যোগ্যতা:-
১। আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। (অভিজ্ঞদের জন্য শিথিল থাকবে)
২। বাংলা টাইপে দ্রুত গতি থাকতে হবে।
৩। স্মার্ট ফোন থাকতে হবে।
৪। সকল ধরনের খবরাখবরের ক্ষেত্রে ওয়াকিবহাল থাকা।
৫। বৈধ ভিসা থাকতে হবে।
যেসব কাজ করতে হবে
১. ঘটনার সাথে সাথে নিউজ সংগ্রহ ও লেখা।
২. লাইভে যেতে হবে এবং ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দ্রুত পাঠাতে হবে।
আবেদনের নিয়ম:
১. ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে আমাদের ই মেইলে। ই-মেইলঃ online@amarsangbad.com
২. সিভি পাঠিয়ে ফোন করতে হবে: 01939070901 (প্রবাসীরা হোয়াটসঅ্যাপ, ইমুতে কল দিতে পারবে)
৩. সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে।
৪. ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন বিভাগ/জেলা/উপজেলা/প্রবাসী প্রতিনিধি।
আমারসংবাদ/ইএফ