A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_sessionb6856a61f31e7d1afe0fd524c4b283a0a11dd8f0): failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/presstime24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/presstime24/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/presstime24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/presstime24/public_html/index.php
Line: 316
Function: require_once

দেশে ১,৩৮,৮৮৮ জন প্রতি একজন সরকারী ডেন্টাল সার্জন, তবুও নিয়োগ পাননি বিসিএস এ উত্তীর্ণ ডেন্টাল সার্জনগণ!

দেশে ১,৩৮,৮৮৮ জন প্রতি একজন সরকারী ডেন্টাল সার্জন, তবুও নিয়োগ পাননি বিসিএস এ উত্তীর্ণ ডেন্টাল সার্জনগণ!

করোনা পরিস্থিতি দিনে দিনেই ভয়াবহ আকার ধারণ করছে।সেই সাথে প্রতীয়মান হচ্ছে দেশের স্বাস্থ্যখাতের যত ফাঁক-ফোকড়​। হাজার হাজার ডাক্তার নিয়োগ,নার্স নিয়োগ,টেকনোলজিস্ট নিয়োগও যেন কম হয়ে যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায়। সেদিকেম থেকে পিছিয়েই রয়েছে মুখ ও দন্তসেবায় নিয়োজিত সেক্টর,নিয়োগ হয়নি তাদের কারো!

স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থাও যেন অপ্রতুল হয়ে উঠছে ক্ষণে ক্ষণে।সেরকম একটি ক্ষেত্র মুখ ও দন্ত সেবা বিভাগ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই সেক্টরের বেহাল দশা কাটিয়ে ওঠা সম্ভবপর হয়ে ওঠেনি।​ এই করোনা পরিস্থিতিতে সে পরিস্থিতি আরো নাজুক অবস্থা ধারণ করেছে।

​সরোজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে,স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে ৬ জন সহকারী সার্জনের বিপরীতে ১ জন ডেন্টাল সার্জনের পদায়ন হত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু বর্তমানে সহকারী সার্জনের সংখ্যা ১৮ জনে উন্নীত হলেও ডেন্টাল সার্জনের সংখ্যা সেই ১ জনই রয়ে গেছে। কিন্তু দিনে দিনে মানুষের সচেতনতা বেড়েছে,বেড়েছে দন্তসেবার চাহিদা। কিন্তু সে অনুযায়ী বাড়েনি ডাক্তারের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মোতাবেক,বাংলাদেশে মোট সরকারী ডেন্টাল সার্জনের সংখ্যা ১২৯৬​ জন।অর্থাৎ ১ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন জনগণের জন্য মাত্র একজন ডেন্টাল সার্জন।কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মোতাবেক,এই সংখ্যাটা হওয়ার কথা ছিল প্রতি ৭৫০০ জনের জন্য ১ জন ডেন্টাল সার্জন।এত সংকটেও নিয়োগ বঞ্চিত রয়েছেন অনেক ডেন্টাল সার্জন।৩১ থেকে ৩৯ তম বিসিএসে অনেক ডেন্টাল সার্জন উত্তীর্ণ হয়েও পদ সল্পতার কারণে পাননি নিয়োগ।

উপজেলা পর্যায়ে একজন ডেন্টাল সার্জনের দ্বারা সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত আউটডোর সার্ভিস চালু থাকলেও,পরবর্তী ১৬ ঘন্টা কোন ডেন্টাল সার্জনই ডিউটিতে থাকেন না।কিন্তু জরুরী চিকিৎসা সেবার মধ্যে দাঁতের ব্যাথা অন্যতম যার জন্য প্রয়োজন ইমার্জেন্সি ট্রিটমেন্ট।

এমন কয়েকজন ভুক্তভোগী রোগীর সাথে কথা বললে তারা জানান,"এই করোনা পরিস্থিতিতে চালু নেই কোন প্রাইভেট চেম্বার।আর প্রাইভেট চেম্বারে চিকিৎসা করানো আমাদের মত স্বল্প আয়ের মানুষের জন্য অসম্ভবপ্রায়।এখন আমাদের একমাত্র ভরসা সরকারী হাসপাতাল।কিন্তু দুপুর ২ টার পরে সেখানেও পাওয়া যায় না কোন ডেন্টাল সার্জন।​এ পরিস্থিতিতে আমরা কেবলই দুর্দশার স্বীকার।'

এ ব্যাপারে​ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি(ডেন্টাল) আবুল কালাম ব্যাপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,"আমরা ইতোমধ্যে ৩০০ জন ডেন্টাল সার্জন এডহক ভিত্তিতে নিয়োগের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি।আশা করি এ প্রফেশনের সকলের সহায়তায় সে নিয়োগ দ্রুতই বাস্তবায়িত হবে।'

বিসিএস এ উত্তীর্ণ কয়েকজন ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করলে তারাও জানান,"এই করোনা পরিস্থিতিতে তারা সরকারের প্রয়োজনে যে কোন ধরণের সেবা দিতে প্রস্তুত।সেটা করোনা হাসপাতালে হোক বা অন্য যে কোন স্থানে।​তারা অতিসত্ত্বর তাদের নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবীও জানান।'

পাঠকের মন্তব্য