সুকেশের সঙ্গে সম্পৃক্ততা নেই ওই টাকার: জ্যাকুলিন

২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় ইডির খাতায় নাম উঠেছে অভিনেত্রী জ্যাকুলিনের। অভিনেত্রীর একাধিক বিনিয়োগের তথ্য চার্জশিটে প্রমাণ হিসাবে পেশ করেছে তদন্তকারী সংস্থা।

তবে জ্যাকুলিনের দাবি, ওই ফিক্সড ডিপোজিটগুলো তার নিজের কষ্টার্জিত টাকার। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই ওই টাকার।

প্রিভেনশন অব মানিলন্ডারিংয়ের দায়িত্বে থাকা সংস্থাকে অভিনেত্রী জানিয়েছেন, ওই ফিক্সড ডিপোজিটের টাকা তার নিজস্ব। সেই বিনিয়োগগুলো সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় হওয়ার আগের। যখন ওই টাকা তিনি ফিক্সড করেন, তখন তার জানাও ছিল না সুকেশ চন্দ্রশেখর বলে কোনো ব্যক্তি আছেন।

গত সপ্তাহে ইডি এ মামলায় সম্পূরক চার্জশিট পেশ করেছেন। অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল দাবি করেছেন, ‘ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে জ্যাকলিন’কে।

প্রসঙ্গত, ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সম্মানহানি কম হয়নি জ্যাকুলিন ফার্নান্দেজের। ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী এখন টাকা পাচার মামলায় অভিযুক্ত। ভারতের দুর্নীতি দমন বিরোধী সংস্থা এনফোর্সমেন্টে ডিরেক্টরেটের (ইডি) দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। 

প্রেসটাইম২৪/রায়হান

পাঠকের মন্তব্য