‘আমাদের জীবন বাঁচানো এখন অগ্রাধিকার'
- - নিউজ রুম -
- ডেস্ক রিপোর্ট --
- 23 May, 2020
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের জীবন বাঁচানো এখন অগ্রাধিকার। আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হবে। এ জন্য প্রয়োজন জীবন ও জীবিকার মাঝে সুসমন্বয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা করতে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।’
ওবায়দুল কাদের আজ (শনিবার) তাঁর সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে বলেন, ‘মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর সমাগত। এবারের ঈদ এসেছে ভিন্ন বাস্তবতায়। ঈদে হাটবাজারে বা বিভিন্ন স্থানে বরাবরের মতো মেলামেশা উদযাপন এবার উদ্বেগের কারণ রয়েছে। যে যেখানে ঈদ করি, সংক্রমণ রোধে সচেতন থাকি। ঈদ জামাতের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলুন। মনে রাখতে হবে, উৎসবের আনন্দ যেন বিষাদ সিন্ধুতে পরিণত না হয়।’
ঈদে ঘরমুখী মানুষদের আবারও সতর্ক করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'যাঁরা পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছেন নানা কৌশলে, তাঁদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনা সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাই বলব সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে, তা মাথায় রাখবেন।'
করোনাভাইরাস–পরবর্তী বিশ্ব বর্তমানের মতো হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা সারা বিশ্বকে আজ বদলে দিচ্ছে। করোনা–পরবর্তী জীবন আর এমন থাকবে না। পরবর্তী পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ থেকেই যাচ্ছে। তবু জীবন থেমে থাকবে না। নতুন পৃথিবীতে নতুন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বাঁচতে হবে।’
ওবায়দুল কাদের ঈদের সময় করোনাদুর্গত ও ঘূর্ণিঝড় আম্পান–পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উপকূল এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের আহ্বান জানান।