করোনায় বিপর্যস্ত দেশের জরুরী দন্তসেবা; তবুও নিয়োগ পাননি ৩৯ বিসিএস এ উত্তীর্ণ ২৫৩ জন

বিশ্বব্যাপী এরইমধ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ। আর মারা গেছেন ৩ লক্ষাধিক মানুষ। একইসাথে প্রতিদিন নতুন করে মৃত্যুর মিছিল যুক্ত হচ্ছে কয়েক হাজার মানুষ। এমতাবস্থায় বিশ্বের অন্য দেশের মতো ভাইরাসটির প্রভাবে নাজেহাল বাংলাদেশে। কোভিড নাইনটিন মোকাবিলায় বিশেষ করে ভঙ্গুর হয়ে পড়েছে দেশের স্বাস্থ্যখাত।

তবে স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে বাংলাদেশ সরকার। এই ইতিবাচক পদক্ষেপের অংশ হিসেবে নতুন করে নিয়োগ দিয়েছে দুই হাজার সহকারী সার্জন ও ৫০৫৪ জন নার্সকে। কিন্তু এই নিয়োগ থেকে একেবারেই বঞ্চিত হয়েছে দেশের দন্তসেবা নিশ্চিতকারী চিকিৎসকগণ। ২০০০ জন ডাক্তারের মধ্যে ​নিয়োগ দেওয়া হয়নি একজন ডেন্টাল সার্জনকেও। 

পরিসংখান অনুযায়ি বাংলাদেশে করোনায় আক্রান্ত মোট ডাক্তারদের মধ্যে প্রায় ২৫ জন ডেন্টাল সার্জন। তারা করোনাকালে দেশের বিভিন্ন সরকারী হাসপাতালগুলোতে সেবা দিতে যেয়ে আক্রান্ত হয়েছেন। আর তাদের আক্রান্ত হওয়ার ঘটনায় ঝুকিতে পড়েছে মুখ ও দাঁতের প্রাথমিক স্বাস্থ্যসেবা। কারণ সরকারী হাসপাতালগুলোতে পদায়ন করা হয় মাত্র একজন ডেন্টাল সার্জনকে যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

একদিকে দেশের সকল প্রাইভেট চেম্বার যেমন বন্ধ, তেমনি ভাবে উপজেলা পর্যায়ের সরকারী হাসপাতালে ডেন্টাল সার্জন সংকটের কারনে এ সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে।​ এমতাবস্থায় অতিদ্রুত ডেন্টাল সার্জন নিয়োগ সময়ের ব্যাপার হয়ে উঠেছে মাত্র। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ৩৯ তম বিসিএস এ পদসল্পতায় নিয়োগ না পাওয়া ২৫৩ জন ডেন্টাল সার্জন।

এ ব্যাপারে পরিচালক(ডেন্টাল), ডিজি হেলথ আবুল কালাম ব্যাপারী'র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ডেন্টাল সার্জনের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ জন্য গত সোমবার ডেন্টাল সার্জনের নিয়োগের তাগিদপত্র স্বাস্থ্যঅধিদপ্তরের অনুমোদনক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে যেন ২৫৩জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ কাগজ জমা দিয়েছি। আশা করি, শিগগিরই এ নিয়োগের ব্যবস্থা হবে।

অন্যদিকে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব,অধ্যাপক হুমায়ন কবির বুলবুল জানান,​ আমরা আশা করেছিলাম ২০০০ চিকিৎসকের পাশাপাশি সহকারী ডেন্টাল সার্জন ও নিয়োগ পাবে। কিন্তু এই নিয়োগে ডেন্টাল সার্জন না থাকায় অবাক হয়েছি। এতে চিকিৎসা সেবায় একটু সমন্বয়হীনতা রয়ে গেল’। এ সময় তিনি স্বাস্থ্যসেবা বিভাগ কে আহ্বান জানান যেনো জরুরি ভিত্তিতে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়।

৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগ পাননি—এমন কয়েকজন ডেন্টাল সার্জন বলেন, বর্তমানে করোনাভাইরাসের কারণে ডেন্টাল চেম্বারগুলোতে সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় দেশের প্রায় সব প্রাইভেট ডেন্টাল চেম্বার বন্ধ। এখন রোগীদের একমাত্র ডেন্টাল চিকিৎসার জায়গা সরকারি হাসপাতালগুলো। সেখানেও অনেক ডেন্টাল সার্জন করোনায় সংক্রমিত হওয়ায় সাধারণ মানুষের ডেন্টাল চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে। ডেন্টাল চিকিৎসা একটি খুব জরুরি সেবা হলেও তা থেকে জনগণ বঞ্চিত হয়ে কষ্ট পাচ্ছেন এবং দুর্ভোগের শিকার হচ্ছেন।

তাঁরা বলেন, এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যাতে ৩৯ বিসিএসে উত্তীর্ণ হওয়া নিয়োগ–বঞ্চিত ডেন্টাল সার্জনদের নিয়োগ দিয়ে তিনি দেশের সেবার সুযোগ করে দেন।'

পাঠকের মন্তব্য